সড়ক দুর্ঘটনায় পাঁচ স্থানে পাঁচজন প্রাণ হারিয়েছেন। রোববার ও আগেরদিন এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাজধানীর বিমানবন্দরে শিক্ষার্থী, হবিগঞ্জের মাধবপুরে সাবেক সেনাসদস্য, চট্টগ্রামের চন্দনাইশে অটোযাত্রী, বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল চালক এবং ফরিদপুরের মধুখালীতে ট্রাকচালক রয়েছেন।
ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী ইশতিয়াক ইসলাম সাফিনের মৃত্যু হয়েছে। সে উত্তরা কমার্স কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী। শনিবার রাত দুইটার দিকে বিমানবন্দর সড়কের বলাকা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। রোববার সকালে ঢামেকের ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইশতিয়াক গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার চেরাগ আলী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য সবোর হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দরগাগেইট এলাকায় বাইসাইকেলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের নোয়াহাটি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে তিনি। উপজেলার চারু সিরামিকস কোম্পানির নিরাপত্তা বাহিনীর ইনচার্জ ছিলেন।
চন্দনাইশ (চট্টগ্রাম) : চন্দনাইশ উপজেলায় ট্রাকচাপায় অটোযাত্রী পেচু মিয়া নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়ায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। পেচু আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মৃত আলী আহমদের ছেলে।
বগুড়া : আদমদীঘি উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় চালক আবদুস সালাম প্রাণ হারিয়েছেন। রোববার দুপুরে উপজেলার নিমকুড়িতে এ দুর্ঘটনা ঘটে। সালাম উপজেলার নশরতপুর ইউনিয়নের শিহালী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
ফরিদপুর ও মধুখালী : মধুখালী উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় চালক জোবায়েদের মৃত্যু হয়েছে। রোববারের দুর্ঘটনায় তার হেলপারও আহত হয়েছেন। তাদের উভয়ের বাড়ি ঝিনাইদাহের কোটচাঁদপুর উপজেলার সাদাইলপুর গ্রামে।