Logo
Logo
×

জাতীয়

ডিবিতে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, যা জানালেন মিল্টন সমাদ্দারের স্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৭:৩৩ পিএম

ডিবিতে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, যা জানালেন মিল্টন সমাদ্দারের স্ত্রী

ছবি: যুগান্তর

মানবসেবার আড়ালে স্বামী মিল্টন সমাদ্দারের অপকর্মের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন তার স্ত্রী মিতু হালদার। 

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। 

ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদে মিতু ডিবিকে জানান, তিনি মিল্টনের প্রতিষ্ঠানে সময় দিতেন না। তিনি তার চাকরি নিয়ে ব্যস্ত থাকতেন। এছাড়া ফাউন্ডেশনের নামে যেসব অর্থ এসেছে, তার কোনো কিছুতেই তার নাম নেই।

আরও পড়ুন: মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে কত টাকা, জানালেন ডিবিপ্রধান

রোববার বেলা ১১টার দিকে ডিবি কার্যালয়ে আসেন মিতু হালদার। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। এর মধ্যে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে ডিবি। 

এরপর ডিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন মিতু হালদার।  

আরও পড়ুন: বাংলাদেশের ওপর অনেক প্রেতাত্মা ভর করেছে: মিল্টনের আইনজীবী

এ সময় তিনি বলেন, স্বামীর এসব অপকর্মের বিষয়ে কিছু জানতেন না। মিল্টনের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ সত্য হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।  এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি।   


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম