Logo
Logo
×

জাতীয়

‘অবমাননাকর’ মন্তব্য: বিএনপির আলালকে হাইকোর্টে তলব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৩:৩৮ পিএম

‘অবমাননাকর’ মন্তব্য: বিএনপির আলালকে হাইকোর্টে তলব

বিচার বিভাগ নিয়ে ‘অবমাননাকর‘ মন্তব্যের ব্যাখ্যা দিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে তলব করেছেন হাইকোর্ট। 

আগামী ১৪ মে তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেন।

মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

সেইসঙ্গে ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার ওই বক্তব্যের ভিডিও লিংক সরাতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন: ৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?

এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আদেশের অনুলিপি আমার হাতে এসেছে। বিষয়টির আইনগত দিক বিবেচনা করে দেখছি। আগামী ১৪ মে তিনি আদালতে উপস্থিত হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দেব।

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে আলালের প্রচারিত একটি বক্তব্যের ভিডিও গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আসে। পরে প্রধান বিচারপতির আদেশে ২৯ এপ্রিল বিষয়টি হাইকোর্টে উপস্থাপন করা হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম