৯ম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবি সরকারি কর্মচারীদের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ মে ২০২৪, ১০:২৯ পিএম
![৯ম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবি সরকারি কর্মচারীদের](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/05/03/image-801235-1714753776.jpg)
৯ম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতার সভাপতিত্বে এতে লিখিত বক্তৃতা উপস্থাপন করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী।
তিনি বলেন, কর্মচারীদেরকে সরকার প্রদত্ত ৫ শতাংশ বিশেষ সুবিধা বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়া সংগঠনের দাবি ছিল, কর্মচারী অঙ্গনে বৈষম্য দূর করা। কিন্তু তা না হয়ে প্রদেয় ৫% বিশেষ সুবিধায় ১১-২০ গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরও বৃদ্ধি হয়েছে।
তিনি বলেন, ৫ বছর পর পর পে-স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও ২০১৫ সালের ৮ম পে-স্কেল প্রদানের পর দীর্ঘ ৮ বছর অতিক্রান্ত হয়েছে। এ পর্যায়ে কর্মচারীদের ৯ম পে-স্কেলসহ ভাতাদির অসংগতি দূর করার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি। সেইসঙ্গে অনতিবিলম্বে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে পূর্বের ন্যায় টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহালসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক খায়ের আহম্মেদ মজুমদার, ৩য় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির মহাসচিব ছালজার রহমান, গাজীউল হক চৌধুরী, জুলফিকার আলী প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।