তীব্র তাপপ্রবাহে ত্রাহি জনজীবন, বৃষ্টির আশায় বিশেষ দোয়া
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৪ পিএম
তীব্র তাপপ্রবাহে ত্রাহি জনজীবন। সে সঙ্গে হাঁসফাঁস করছে প্রাণিকূল। চলমান এই তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিশেষ দোয়া করা হয়েছে। এ উপলক্ষ্যে সালাতুল ইসতিসকার আদায় শেষে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য তওবা এবং রহমতের বৃষ্টির জন্য দোয়া করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।
যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে সালাতুল ইসতিসকার আদায় করা হয়েছে। ইমামতি করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এতে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন নামাজ পূর্ব আলোচনায় বক্তব্য দেন।
গোবিন্দগঞ্জে সরকারি ডিগ্রি কলেজ মাঠে নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম নাটোরী। বাগাতিপাড়ায় জিগরি প্রাথমিক বিদ্যালয় মাঠে মওলানা শিক্ষক আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন। অপরদিকে পৌরভবন সংলগ্ন ঈদগাহ মাঠে মওলানা আফজাল হোসেনের ইমামতিতে নামাজ আদায় করা হয়।
রানীনগরে পূর্ব বালুভরা পাবলিক ঈদগাহ মাঠে নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তফা আল আমিন। চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নামাজে ইমামতি করেন হাফেজ মো. ছোয়াইল আহমেদ চিশতী। হাজীগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে নামাজে ইমামতি করেন হাফেজ মো. সাইফুল ইসলাম মোল্লা।
কাউনিয়ায় নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আল আকসা আইডিয়াল মাদ্রাসার পরিচালক মো. শফিউল আজম। ফুলবাড়ীতে দোয়া পরিচালনা করেন কাঁছারী মাঠের জামে মসজিদের খতিব আব্দুল মালেক। মেহেরপুরে গাংনী পৌর শহরের ফুটবল মাঠে নামাজে ইমামতি করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ রুহুল আমিন।
দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে নামাজে ঈমামতি করেন মাওলানা আবু তাহের মুকন্দপুরি। এর আগে বক্তব্য দেন পৌর মেয়র মো. আসলাম, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হোসেন।
লক্ষ্মীপুরে আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নামাজের ইমামতি করেন খতিব নাছির উদ্দিন মাহমুদ। রায়পুরে ইসতিসকার নামাজের ইমামতি করেন মাওলানা মঞ্জুর হোসাইন। বেগমগঞ্জে ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন ঈদগাহের খতিব সায়েদ আলমগীর হোসেন, ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক নাছিমুল গনি চৌধুরী মহল।
সীতাকুণ্ডে কুমিরা স্কুল মাঠে নামাজের ইমামতি করেন বার আউলিয়া চেয়ারম্যান বাড়ি ছেমন-নুর জামে মসজিদের খতিব শেখ ফরিদ উদ্দিন। নাগেশ্বরীতে কুটি পয়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইমামতি করেন মাওলানা আব্দুল হামিদ এবং নেওয়াশী মাদ্রাসা মাঠে ইমামতি করে মাওলানা আব্দুল মোত্তালেব। গোলেরহাট ফাজিল মাদ্রাসা মাঠে মাওলানা হানিফ উদ্দিনের ইমামতিতে ইসতেসকার নামাজ আদায় করেন মুসল্লিরা।
চিলমারীতে বালাবাড়ীহাট ঈদগাহ মাঠে নামাজে ইমামতি করেন মো. শওকত আলী মণ্ডল। শাহজাদপুরে কৈজুরি যমুনার চরে নামাজের ইমামতি করেন মাওলানা মো. জয়নুল আবেদীন এবং নুকালি মাঠে ইমামতি করেন মাওলানা রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী।
ফরিদগঞ্জে লড়াইরচর দরবার শরীফে মাওলানা বেলাল বিন মোস্তফা কামাল সভাপতিত্বে নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। লালপুরে বিলমাড়ীয়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে নামাজের ইমামতি করেন মাওলানা মো. সুলতান মাহমুদ।
কুষ্টিয়ার মিরপুরে খন্দকবাড়িয়া গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজের ইমামতি করেন খতিব ফারুক হোসেন। বল্লভপুর গ্রামে নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. রবিউল ইসলাম। রামগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ মাঠে নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন প্রভাষক আমিনুল ইসলাম মুকুল।
রাজশাহীতে নগরীর তেরখাদিয়া এলাকায় শহীদ এএইচএম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম প্রাঙ্গণে নামাজে ইমামতি করেন খতিব আবুল কাশেম ফারুকী। গোমস্তাপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে নামাজে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নামাজে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। বনপাড়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে ইমামতি করেন অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন। বনপাড়ায় পৌর মেয়র কেএম জাকির হোসেন নামাজে অংশ নেন।
জয়পুরহাটে কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসা মাঠে নামাজে ইমামতি করেন অধ্যক্ষ মো. আব্দুর রহমান সরকার। তিতাসে কদমতলী চেয়ারম্যান বাড়ি মাঠে নামাজের ইমামতি করেন মাওলানা নাছির আহমেদ। দৌলতপুরে হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে নামাজের ইমামতি করেন খতিব হাবিবুর রহমান।
বান্দরবানে কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজে ইমামতি করেন খতিব আলাউদ্দিন ইমামী। নাইক্ষ্যংছড়িতে ইসতিসকার নামাজে ইমামতি করেন হাফেজ নাছির উদ্দীন। সাঁথিয়ায় বোয়াইলমারী কামিল মাদ্রাসা মাঠে নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন উপাধ্যক্ষ আবু হানিফ। পীরগাছা উপজেলার ৯ ইউনিয়নে পৃথকভাবে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ঈদগাঁহ মাঠে ইমাম সোহেল মৃধা অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
রংপুরে কাউনিয়া উপজেলা ঈদগাহ মাঠ, রংপুর নগরীর জুম্মাপাড়ার আলহেরা ইনস্টিটিউট স্কুল মাঠ এবং বদরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসতিসকার সালাত অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে চানমারি এলাকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজের আগে বক্তব্য দেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হযরত মুহাম্মদ ইসমাইল, সহসভাপতি মো. আব্দুল কাইয়ুম কাসেমী, অর্থ সম্পাদক কবির আহমেদ।