Logo
Logo
×

জাতীয়

নাশকতার মামলা: সেই দুই শিশুর মায়ের জামিন স্থগিত থাকবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১১:০৬ পিএম

নাশকতার মামলা: সেই দুই শিশুর মায়ের জামিন স্থগিত থাকবে

নাশকতার মামলায় কারাবন্দি হাফসা আক্তার পুতুলকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ চলমান রেখেছেন আপিল বিভাগ। জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী বদরুদ্দোজা বাদল ও কায়সার কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

ওই মামলায় গ্রেফতারের পর গত বছরের ২৭ নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত ২৫ ফেব্রুয়ারি জামিন নামঞ্জুর করেন। এরপর তিনি জামিন চেয়ে ৩ মার্চ হাইকোর্টে আবেদন করেন। শুনানির সময় ৪ মার্চ দাদির সঙ্গে হাইকোর্টে এসেছিল দুই শিশু। একজন হচ্ছে চার বছর বয়সি নূরজাহান ও অপরজন সাত বছর বয়সি আকলিমা। শুনানি শেষে গত ৬ মার্চ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চে শিশুদের মা হাফসাকে জামিন দেন।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিতাদেশ দেন। এর ধারাবাহিকতায় আবেদনটি আপিল বিভাগে সোমবার শুনানির জন্য ওঠে।

দুই শিশুর বাবা আবদুল হামিদ ভূঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। শিশু দুটির দাদা আবদুল হাই ভূঁইয়া ২৯ নভেম্বরের মানববন্ধনে অভিযোগ করে বলেছিলেন, তার বড় ছেলে হামিদকে পুলিশ খুঁজছে। তাকে না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায় পুলিশ। অথচ হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম