বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যেগে ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, নিলফামারী, ময়মনসিংহ, নরসিংদীসহ দেশের ৪৫ টি জেলায় সাড়ম্বরে রামনবমী পালিত হয়েছে। ঢাকার জয়কালী মন্দির রোডে শ্রী শ্রী রামসীতা মন্দিরে ভোর ৫ টা থেকে শ্রী রাম চন্দ্রের পূজা সকাল ৯ টা থেকে ১২ পর্যন্ত যজ্ঞানুষ্ঠান ও রামসীতা মন্দিরের সভাপতি শ্রী গণেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক মিল্টন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ মজুমদার, সৌদিপ্ত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রঞ্জন সরকার, হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতীভা বাকচী, রামনবমী উদযাপন পরিষদের আহ্বায়ক ডি কে সমির, সদস্য সচিব গৌতম সরকার অপু, যুব মহাজোটের সাধারণ সম্পাদক ইঞ্জনিয়ার মৃণাল মধু, ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপু, মহিলা মহাজোটের সভাপতি অধ্যাপিকা বহ্নি শিখা দাস, সাধারণ সম্পাদক মুক্তা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ডা. সমাপিকা দাস প্রমুখ।
দুপুর ১২ টায় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকার রামসীতা মন্দির থেকে শুরু হয়ে বঙ্গভবনের পাশ হয়ে ইত্তেফাক মোড় ও জগৎবন্ধু আশ্রম ও মদনেশ্বর মহাদের জিউ মন্দির মোড়, বলধা গার্ডেন মোড় হয়ে রামসীতা মন্দিরে এসে শেষ হয়।
দুপুরে প্রসাদ বিতরণ ও রাতে রামায়ন গানের মধ্য দিয়ে রামনবমী উৎসব সমাপ্ত হবে।