Logo
Logo
×

জাতীয়

এসএসএফ পরিচয়ে ব্যাংক কর্মকর্তার সঙ্গে প্রতারণা, কারাগারে প্রতারক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ পিএম

এসএসএফ পরিচয়ে ব্যাংক কর্মকর্তার সঙ্গে প্রতারণা, কারাগারে প্রতারক

দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও অন্য ভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কর্নেল কামরুল রেজা পরিচয়ে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতারিত হওয়া ব্যক্তি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম। 

এ ঘটনায় তিনি গত ২০ মার্চ মতিঝিল থানায় বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি কামরুল রেজা ওরফে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। পর দিন ২১ মার্চ পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ ঢাকা মেট্রোপলিটন আদালতে প্রেরণ করলে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে আসামি কারাগারে আটক আছেন।

এ বিষয়ে মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ যুগান্তরকে বলেন, আসামি এসএসএফ পরিচয়ে ফেসবুকে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে। এবং তার ফেসবুক ওয়ালে একজন এসএসএফ কর্মকর্তার ছবি দিয়ে রাখে মানুষের বিশ্বস্ততা অর্জনের জন্য। সেই সুবাদে আসামি বাদীকে সীমান্ত ব্যাংক লিমিটেডে অভিজ্ঞ ব্যাংকার হিসাবে চাকরি দিয়ে দিতে পারবে বলে জানায়। তার জন্য কিছু টাকা খরচ করতে হবে জানালে বাদী সরল মনে রাজি হয়ে বিভিন্ন অংকে আসামিকে টাকা দেয়। পরে যখন বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে, তখন থানায় এসে মামলা দিলে আমরা তাকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করি।

তিনি বলেন, আসামি আশরাফুল ইসলাম পেশায় একজন প্রতারক। সে মাত্র নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। কিন্তু সে যখন ফোনে কারও সঙ্গে কথা বলে তখন সে খুব স্মার্টভাবে কথা বলে। কেউ বুঝতেই পারবে না সে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তার পৈতৃক বাড়ি সিরাজগঞ্জে। সামাজিক যোগাযোগমাধ্যমে কারও সঙ্গে বন্ধুত্ব করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

মামলার বাদী বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, ফেসবুকে কর্নেল মো. কামরুল রেজার সঙ্গে আমার বন্ধুত্ব হয়। একপর্যায়ে তার সঙ্গে সুসম্পর্ক তৈরি হলে সে আমার কাছ থেকে দেশের বাইরে আছি, বঙ্গভবনে আছি, আমি এখন বের হতে পারছি না— এসব বলে টাকা ধার নেয় এবং পরে ফেরত দিয়ে দেবে বলে জানায়। কিন্তু পরে আর টাকা ফেরত না দিয়ে সে আমাকে ম্যাসেঞ্জার ও ওয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয়। তখন বুঝতে পারি আমি প্রতারণার স্বীকার হয়েছি। কামরুল রেজা নিজেকে লে. কর্নেল হিসাবে পরিচয় দিয়ে আমার সঙ্গে প্রতারণা করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই শহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, আসামি আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফের লেফটেনেন্ট কর্নেল পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে। সে একজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য।


 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম