Logo
Logo
×

জাতীয়

ছুটির দিনে কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিং হাউজ খোলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১০:১৫ পিএম

ছুটির দিনে কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিং হাউজ খোলা

আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল সরকারি ছুটির দিনে ও বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু এলাকার গার্মেন্টস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কিছু শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকবে।

ওই সময়ে চেক ক্লিয়ারিংয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংক ক্লিয়ারিং হাউজও খোলা থাকবে। তবে ওই দিনগুলোতে যেসব এলাকার শাখা খোলা থাকার কথা ওইসব এলাকার শাখা ছাড়া অন্য কোনো এলাকার শাখার চেক ক্লিয়ারিং হাউজে গ্রহণ করা হবে না। 

এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।   

আগামী ৫ ও ৬ এপ্রিল সাপ্তাহিক ছুটি ও রোববার শবেকদরের ছুটি। ওই সময়ে গার্মেন্ট শিল্পের শ্রমিকদের বেতন দেওয়ার সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। ওইসব শাখার চেকই কেবল লেনদেন করার জন্য ক্লিয়ারিং হাউজে পাঠানো যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম