জাল সনদসহ গ্রেফতার সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান বরখাস্ত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পিএম
বিপুল অবৈধ সার্টিফিকেট ও মার্কশিটসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টকে গ্রেফতার করেছে ডিবি। তার গ্রেফতারের বিষয়টি সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে জানানো হয়। এরপর তাকে সাময়িক বরখাস্ত করেছে কারিগরি শিক্ষাবোর্ড।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘৩১ মার্চ মধ্যরাতে জাল সার্টিফিকেট প্রিন্ট ও বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামানকে ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) আটক করে। এ অবস্থায় প্রকৌশলী একেএম শামসুজ্জামান, সিস্টেম অ্যানালিস্ট, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে সরকারি চাকরির আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারা মোতাবেক তাকে বোর্ডের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন এবং এ আদেশ আজ সোমবার থেকে কার্যকর হবে’।
এর আগে ডিবি জানায়, রোববার মধ্যরাতে রাজধানীর পীরের বাগে কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞের বাসায় অবৈধ সার্টিফিকেট ও মার্কশিট তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এরপর ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়।
এ ঘটনায় রাজধানীর আগারগাঁও ও পীরেরবাগে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।