Logo
Logo
×

জাতীয়

শেরেবাংলা নগরে গ্যারেজ মালিকের ছেলেকে অপহরণ, গ্রেফতার ৩

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১০:৪৯ পিএম

শেরেবাংলা নগরে গ্যারেজ মালিকের ছেলেকে অপহরণ, গ্রেফতার ৩

রিকশাচালকের নেতৃত্বে গ্যারেজ মালিকের ছেলে মোজাহিদকে (৫) অপহরণ করে পরিবারের কাছে ফোনে ৬০ হাজার টাকা দাবি করে চক্রটি। শেরেবাংলা নগর থানা পুলিশ ওই চক্রের হোতাসহ তিনজনকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করেছে। 

গ্রেফতাররা হলো আসিফ আলী (২২), শাহিন (২৩) ও সুমন আলী (১৮)। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি বলেন, শেরেবাংলা নগর এলাকার বিএনপি বস্তি থেকে ২৮ মার্চ শিশুটিকে অপহরণ করা হয়। একপর্যায়ে শিশুটির পরিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের দাবির কিছু টাকাও পাঠায়। কিন্তু তারা আরও টাকা দাবি করেন। পরে শিশুটির বাবা বিষয়টি থানায় জানালে ১২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। শিশুটিকেও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ অপহরণের নেপথ্যে ছিলেন একজন রিকশাচালক। তিনি শিশুটির বাবার গ্যারেজেই থাকতেন। 

শিশুটির বাবা মো. নুরুজ্জামান ওরফে জামাল বলেন, যারা গ্রেফতার হয়েছে তারা আমার গ্যরেজের রিকশা চালাত। তারা যে আমার ছেলেকে জিম্মি করেছে সেটা জানতাম না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম