Logo
Logo
×

জাতীয়

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন

সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১০:৪৩ পিএম

সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিভিল এভিয়েশনের (সিএ) সাবেক সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও তার স্ত্রী মাসুদা ইসলামের বিরুদ্ধে করা মামলার প্রতিবেদন ২ জুন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের ঢাকার আদালতের সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ২০ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আল আমিন মামলা করেন। আসামিদের বিরুদ্ধে ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, আসামি মাসুদা ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক থেকে তার নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি হয়। এর পরিপ্রেক্ষিতে মাসুদা ইসলাম ২০১৭ সালের জানুয়ারি সম্পদ বিবরণী দাখিল করেন। যেখানে তিনি ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম