Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৪

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৯:২৬ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৪

ফাইল ছবি

দেশে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৪ জন ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের বাইরে দুজন, চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে ছয়জন, ঢাকা সিটি করপোরেশনের বাইরে তিন জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন রয়েছেন। নতুন আক্রান্তদের ১২ জন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় মোট সাত ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৪৯৮ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৫৯৯ জন। এর মধ্যে এক হাজার ১৩ জন পুরুষ এবং ৫৮৬ জন নারী।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম