প্রশাসনে রদবদল, রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১০:০৮ পিএম
রংপুরের বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেন। এছাড়া ৪ জন যুগ্ম-সচিবের দপ্তর বদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পৃথক আদেশে, বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে গুচ্ছগ্রাম প্রকল্পের প্রকল্প পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ওবায়দুল ইসলামকে উপমহাপরিচালক হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ব্যুরোর উপমহাপরিচালক পরিমল কুমার বসুকে সদস্য হিসাবে পায়রা বন্দর কর্তৃপক্ষে এবং পৃথক আদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মো. জহিরুল ইসলামকে পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
এদিকে সোমবারের একই আদেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক (ডিআইজি) পদে নিয়োগ পেয়েছেন বিশেষ শাখার উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ মোহাম্মদ তানভীর। পুলিশ মহাপরিদর্শক পদে সদ্য পদোন্নতি পাওয়া এনএসআইয়ের পরিচালক সেলিম মো. জাহাঙ্গীরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের একজন সহকারী পরিচালককে অর্থ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোকাম্মেল হোসেনকে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সহকারী একান্ত সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিরীক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন মাহমুদকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমুর একান্ত সচিব, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখ মনিরুল ইসলামকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মু. জিয়াউর রহমানের একান্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের প্রভাষক মো. রোকন উদ্দিন ভূঁঞাকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের একান্ত সচিব করা হয়েছে।