Logo
Logo
×

জাতীয়

আকিজ সিগারেটের সব ব্যবসা কিনে নিল জাপান

Icon

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ১০:৫৪ এএম

আকিজ সিগারেটের সব ব্যবসা কিনে নিল জাপান

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিন

আকিজ গ্রুপের সিগারেট তৈরির সব ব্যবসা কিনে নিচ্ছে জাপানের দ্বিতীয় বৃহত্তম টোব্যাকো প্রতিষ্ঠান 'জাপান টোব্যাকো'।

এজন্য আকিজ গ্রুপের স্বত্বাধীকারীদের সঙ্গে সোমবার জাপান টোব্যাকোর ১২ হাজার ৪০০ কোটি টাকার চুক্তিও সই হয়েছে।

জাপানি এই সিগারেট কোম্পানির এই বিনিয়োগ হবে এ যাবৎকালের মধ্যে বাংলাদেশের বেসরকারি খাতে একক বৃহত্তম বিদেশি বিনিয়োগ।

ঢাকার গবেষণা সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের (এইচ ডিআরসি) অর্থনীতিবিদ আসমার ওসমান বলেন, বাংলাদেশে ধূমপায়ীর যে সংখ্যা, সিগারেটের যে বিশার বাজার এবং ধূমপান নিরুৎসাহে সরকারের যে অনীহা তাতে এই খাতে বিদেশি বিনিয়োগের আগ্রহে অবাক হওয়ার কোনো কারণ নেই।

আকিজ গ্রুপের সঙ্গে চুক্তির পর জাপান টোব্যাকো এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে বছরে ৮ হাজার ৬০০ কোটি সিগারেট শলাকা বিক্রি হয়, এবং আকিজের সিগারেট ব্যবসা কেনার ফলে সেই বাজারের ২০ শতাংশ তাদের দখলে চলে যাবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, গত এক বছরে জাপান টোব্যাকো রাশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে স্থানীয় কয়েকটি সিগারেট কোম্পানি কিনে নিয়েছে।

এবার তারা কিনছে, আকিজ গ্রুপের ইউনাইটেড টোব্যাকো কোম্পানি যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সিগারেট প্রস্ততকারক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম