Logo
Logo
×

জাতীয়

বস্ত্রের চাহিদার পুরোটাই দেশে উৎপাদন হয়

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম

বস্ত্রের চাহিদার পুরোটাই দেশে উৎপাদন হয়

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বস্ত্রের চাহিদার পুরোটাই দেশে উৎপাদিত হয়। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, স্থানীয় বাজারে বার্ষিক বস্ত্রের চাহিদা প্রায় সাত ৭০ লাখ মিটার। চাহিদা অনুযায়ী দেশে পুরোটাই উৎপাদিত হয়। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ওভেন আর ডেনিম বস্ত্রের চাহিদা আটশ’ কোটি মিটার। এর মধ্যে চারশ’ কোটি মিটার দেশে উৎপাদিত হয় এবং চারশ’ কোটি মিটার আমদানি করা হয়।

মন্ত্রী বলেন, বিটিএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি বস্ত্রকলের মধ্যে ১৬টি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় পরিচালনার জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটির চুক্তি শেষ হয়েছে, দুটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে। বর্তমানে দেশে ৯ হাজার বেসরকারি বস্ত্রকল রয়েছে।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বেসরকারি বস্ত্র খাতে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। দেশে তাঁতবস্ত্র-শিল্পে ১৫ লাখ তাঁতশিল্পী নিয়োজিত হয়েছেন। এর মধ্যে প্রত্যক্ষভাবে প্রায় ৯ লাখ এবং পরোক্ষভাবে নিয়োজিত আছেন ৬ লাখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম