আরও এক মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের জামিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম
বিচারপতিদের বাসভবন বা জাজেস কমপ্লেক্সে হামলার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আলতাফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা চার মামলার মধ্যে তিন মামলাই তিনি জামিন পেয়েছেন। প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় তার জামিন আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ মামলার জামিন শুনানির অপেক্ষায় রয়েছে।
এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ২১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় তিনি কারাগারে আটক রয়েছেন। এ দুই মামলায় তিনি জামিন পেলে কারামুক্তিতে বাধা থাকবে না বলে জানিয়েছেন তার আইনজীবী আনিসুর রহমান।