ভ্যালেনটাইনস ডের ছোঁয়া বাণিজ্যমেলায়, যমুনা এলইডি টিভির চাহিদা বেশি
এ হাই মিলন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
বিশ্ব ভালোবাসা দিবস, সরস্বতী পূজা আর বসন্তবরণের ছোঁয়া লেগেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। বাসন্তি শাড়ি, খোঁপায় ফুল আর দলবেঁধে তরুণ-তরুণীদের আগমনে বুধবার মেলা প্রাঙ্গণ ছিল জমজমাট।
এদিকে ঢাকা বাইপাস সড়কে যানজটের কারণে যাত্রী ভোগান্তি ছিল চরমে।
মেলা ঘুরে দেখা যায়, সব রকম পণ্যের স্টলে ভিড় আর বিক্রির পরিমাণ বেড়েছে। যমুনা নতুন মডেলের গুগল সার্টিফায়েড টিভি এনেছে। মেলায় ৪৩, ৫৫, ৬৫, ৭৫, ৮৬ ইঞ্চি এলইডি টিভি বিক্রি বেশি হচ্ছে। ২৫ শতাংশ ছাড় পেয়ে ক্রেতারা টিভি কিনে নিচ্ছেন বলে জানান বিক্রেতারা।
যমুনা প্যাভিলিয়নের জিএমএইচআর মুজাহিদুল ইসলাম বলেন, যমুনার আপডেট কিছু এসি এসেছে এবং রিচার্জেবল কিছু ফ্যান এসেছে, যাতে দর্শকদের চাহিদা বেশি।
এদিকে যমুনার নতুন আইসক্রিম ফ্রিজের চাহিদা বেশ লক্ষ্য করা গেছে। নারায়ণগঞ্জ থেকে আগত এক ক্রেতা বলেন, ফ্রিজের আউটলুক অনেক সুন্দর। দামে কম দেখে আমি ফ্রিজটি কিনেছি। হোম ডেলিভারি তো ফ্রি আছেই।
মেলার আশপাশ এমনকি পুরো পূর্বাচলে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। ভালোবাসা দিবসে আগত দর্শনার্থীদের মাঝে নারীদের সাজসজ্জায় দেখা গেছে ভিন্নতা। খোঁপায় ফুল গেঁথে মেলায় আসেন নারীরা। ফুল বিক্রেতা কুলসুম বেগম বলেন, ভালোবাসা দিবসের কারণে ফুল বেশি বিক্রি হচ্ছে।
এদিকে মেলার ২৩তম দিনে নিত্যপণ্য ছাড়াও ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি নামিদামি প্রতিষ্ঠানের ফার্নিচারের সমাহার ছিল চোখে পড়ার মতো। এসব প্রতিষ্ঠানে বিশেষ ছাড় দেওয়ায় ক্রেতার সংখ্যা বেড়েছে বহুগুণ।
মেলার বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হাসপাতাল ডিকেএমসির পরিচালক নজরুল ইসলাম বলেন, সবসময় মেলার শেষের দিকে জমে ওঠে বেশি। লোকজনের উপস্থিতি ভালো হয়। এর মাঝে আজ বিশেষ উৎসব, পূজা চলছে। এদিন ঘিরে তাই কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের উপস্থিতি বেশি। তবে কেনাকাটা বেশি হচ্ছে।
এদিকে মেলায় প্রবেশের প্রধান সড়ক ঢাকা বাইপাসজুড়ে তীব্র যানজটে ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে। ভুলতা এলাকায় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, কাঞ্চন ব্রিজের টোল আদায়ে ধীরগতি, সড়কটির ৮ লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকা আর মেলার কারণে যানজট লেগে থাকে। আমরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছি।
এ সড়কে দায়িত্বরত এটিআই নাজমুল ইসলাম বলেন, সড়কের গোলাকান্দাইল মোড় থেকে বাণিজ্যমেলা পর্যন্ত প্রায়ই যানজট থাকে। তবে দীর্ঘক্ষণ থাকতে দিই না। মাঝেমধ্যে সড়কে গাড়ি বিকল হলে বেশিক্ষণ যানজট হয়।