Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, আক্রান্ত ১১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২ এএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, আক্রান্ত ১১

ডেঙ্গুতে গত একদিনে দেশে একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তি ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন। 

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন ঢাকায়, বাকি ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জন ঢাকায় এবং ৫ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সবমিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ১৩২। তাদের মধ্যে ঢাকায় ৩৮৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৭৪৪ জন। 

আর সোমবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১০৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪৭ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা ৫৭।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম