টাঙ্গাইল শাড়ির মেধাস্বত্ব কেউ নিতে পারবে না: কৃষিমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০ পিএম
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, টাঙ্গাইল শাড়ির আমাদের মেধাস্বত্ব কেউ নিতে পারবে না। সোমবার সচিবালয়ে কৃষিমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।
টাঙ্গাইল শাড়ির মেধাস্বত্ব ভারত নিয়ে নিয়েছে। এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না সাংবাদিকরা জানতে চাইলে ড. মো. আব্দুস শহীদ বলেন, এ বিষয়ে আলোচনা হয়নি। তবে আজ সচিব পর্যায়ে বৈঠকে এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমাদের স্বত্ব কেউ নিতে পারবে না। যেটা হয়েছে সেটি ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আমাদের অধিকার রাখার জন্য আপিল করব।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের একটা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
আমাদের মুক্তিযুদ্ধের সময় এক কোটি লোককে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আজকে আমরা হাইকমিশনারের সঙ্গে আলাপ করেছি যে, উন্নত জাতের ফসল ফলানোর জন্য বীজের প্রয়োজন। সেটি হবে সীমান্তমুক্ত বীজ। তাহলে আমাদের আরও বেশি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি খাদ্যে উদ্বৃত্ত হতে কোনো সমস্যা হবে না।
সীমান্তমুক্ত বীজের ব্যাখ্যায় তিনি বলেন, বীজ আমদানিতে যদি কোনো বিধিনিষেধ থাকে, তাহলে বুঝতে হবে বাধা আছে। এখন থেকে আমরা কৃষি খাতে উৎপাদন বাড়াতে যে কোনো ধরনের বীজ আমদানিতে বিধিনিষেধের বাইরে থাকব।