Logo
Logo
×

জাতীয়

পঁচিশে যুগান্তর, বর্ণিল আয়োজনে উদযাপন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম

পঁচিশে যুগান্তর, বর্ণিল আয়োজনে উদযাপন

সাহসে সংগ্রামে অবিচল আস্থায়— এ স্লোগান ধারণ করে যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উদযাপিত হয়েছে।  

বৃহস্পতিবার দুপুর ১২টায় যুগান্তর কার্যালয়ে কেককাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জন্মদিন উদযাপন। 

কেক কাটেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, যুগান্তর প্রকাশক ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম। 

যুগান্তরের জন্মদিনে বক্তারা বলেন, পথচলার শুরু থেকে অদ্যাবধি যুগান্তর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। ন্যায়ের পক্ষে, সত্য ও সুন্দরের পক্ষে কলম ধরেছে যুগান্তর। অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের দেখানো পথ থেকে বিচ্যুত হয়নি যুগান্তর।

আরও পড়ুন: সাহসের সঙ্গে সত্য বলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে যুগান্তর: সাইফুল আলম

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, যুগান্তর যুগ যুগ ধরে এগিয়ে যাক, বেঁচে থাকুক স্বমহিমায়, ভালো থাকুক। দৈনিক যুগান্তর বাংলাদেশের গণমাধ্যমের নেতৃত্ব দিক— এটিই আমার প্রত্যাশা। একই সঙ্গে প্রত্যাশা থাকবে গণমাধ্যমের যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করবে যুগান্তর। 

তিনি বলেন, যুগান্তরের প্রতি আমার প্রত্যাশা থাকবে— পেশাদারিত্বের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে গণমাধ্যমটি। পাশাপাশি গণমাধ্যমের যে ভূমিকা তা সুচারুভাবে পালন করতে যুগান্তর সক্ষম হবে।  
দৈনিক যুগান্তরের প্রকাশক সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, আজ যুগান্তর ২৪টি বছর পেরিয়ে ২৫ বছরে পা রাখছে। আজ আমাদের অনেক আনন্দের দিন, গৌরবের দিন। পাশাপাশি বেদনারও দিন। কারণ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন; কিন্তু রেখে গেছেন তার অনেক স্মৃতি, আদর্শ। আজ ভারাক্রান্ত মনে তাকে ছাড়া তারই হাতে গড়া প্রতিষ্ঠান যুগান্তরের জন্মদিনের কেক কাটছি আমরা। 

আরও পড়ুন: দেশের গণমাধ্যমের নেতৃত্ব দিক যুগান্তর: তথ্য প্রতিমন্ত্রী

যুগান্তর প্রকাশক বলেন, যুগান্তর যেভাবে সাহস ও দৃঢ়তা নিয়ে এগিয়ে যাচ্ছে সেই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। সেই হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সামনে রেখে ও ধারণ করে যুগান্তর এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম বলেন, সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর শুরু থেকে আজ পর্যন্ত ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কলম ধরছে। ভবিষ্যতেও সাহসিকতা ও নির্ভীকতার সঙ্গে দুর্নীতি-অন্যায়ের বিরুদ্ধে সত্য বলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে যুগান্তর। 

সাইফুল আলম বলেন, যাত্রার শুরু থেকেই অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে এক মুহূর্তও পিছপা হয়নি যুগান্তর। আমাদের এই শক্তি ও সাহসের বাতিঘর যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম। তিনি আজ আমাদের মাঝে না থাকলেও অনুপ্রেরণা হয়ে আছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, যমুনা গ্রুপের পরিচালক সোনিয়া সারিয়াত ইসলাম, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম, শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ও কামরুল ইসলাম। 
যুগান্তরের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সরকার, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, যুগান্তরের উপসম্পাদক আহমেদ দীপু, এহসানুল হক, বিএম জাহাঙ্গীর ও আসিফ রশীদ, প্রধান বার্তা সম্পাদক আবদুর রহমান, নগর সম্পাদক মিজান মালিক, প্রধান প্রতিবেদক মাসুদ করিম, যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশীদ, দেলোয়ার হুসেন, আব্দুল্লাহ আল মামুন ও মাহবুব আলম লাবলু, বিজ্ঞাপন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল খায়ের চৌধুরী, ক্রীড়া বিভাগের প্রধান পারভেজ আলম চৌধুরী, সেন্ট্রাল ডেস্কের শিফট ইনচার্জ জোহায়ের ইবনে কলিম ও আজিজুর রহমান, মফস্বল ইনচার্জ নাইমুল কবির, অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, ফিচার ইনচার্জ সেলিম কামাল, আন্তর্জাতিক ডেস্কের ইনচার্জ শামীম শাহজাহান, হিসাব বিভাগের প্রধান সাইফুল ইসলাম, প্রশাসন বিভাগের প্রধান আবুয়াল হোসেন সবুজ, সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আতিকুর রহমান চৌধুরী, সার্কুলেশন ম্যানেজার-আবুল হাসান ও সাইদুল হক প্রমুখ। 

এর আগে সকালে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কুরআন খতম করা হয়। এরপর গ্রুপ ফটোসেশন করেন যুগান্তরের সব বিভাগের সংবাদকর্মীরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম