রাতে মেট্রোরেলের কাজ শুরু, এয়ারপোর্ট রোডে বাড়বে যানজট
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম
![রাতে মেট্রোরেলের কাজ শুরু, এয়ারপোর্ট রোডে বাড়বে যানজট](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/01/29/image-768619-1706534225.jpg)
বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং খিলক্ষেত স্টেশন এলাকায় সোমবার রাত ১০টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় মেট্রোরেলের পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু হচ্ছে। এ কারণে যানজট বাড়তে পারে বলে সতর্ক করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল।
রোববার এক বিশেষ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম চলাকালীন এয়ারপোর্ট রোডে যানজট বাড়ার আশঙ্কা রয়েছে। ওই করিডোরে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এমআরটি লাইন-১ হবে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লাইন। ৩১ দশমিক ২৪ কিলোমিটার রেললাইনের দুটি অংশ থাকবে।
এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর (বিমানবন্দর রুট) পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার অংশ যাবে মাটির নিচ দিয়ে। আর নতুনবাজার থেকে পূর্বাচল (পূর্বাচল রুট) পর্যন্ত প্রায় ১১ দশমিক ৩৬ কিলোমিটার যাবে মাটির উপর দিয়ে।
এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।