
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ১১:৫৭ পিএম
শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও করায় প্রিয়.কমের অফিসে হামলা

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৩ আগস্ট ২০১৮, ০৮:০৭ পিএম

প্রিয়.কম অফিসে দুর্বৃত্তের হামলা। ছবি-যুগান্তর
আরও পড়ুন
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও ধারণ করায় দেশের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম প্রিয়.কমের অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডি ৭/এ, কেএফসি’র বিপরীত পার্শ্বে প্রিয়.কমের অফিসে এই হামলার ঘটনা ঘটে।
এতে প্রিয়.কমের এক প্রতিবেদক গুরুতর আহত হন।
জানা গেছে, ধানমন্ডিতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের সামনে নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন শেষে বেশ কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালায় কিছু দুর্বৃত্ত।
প্রিয়.কমের সংবাদকর্মী প্রদীপ দাস ওই ঘটনার ভিডিও করছিলেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার পর প্রদীপ দাসের ওপর হামলা চালায়।
ঘটনাটি দেখে প্রিয়.কমের হেড অব নিউজ রফিকুল রঞ্জু প্রদীপকে উদ্ধার করতে যান। তখন দুর্বৃত্তরা তাকেও ধাওয়া দেন। রফিকুল রঞ্জু দৌড়ে অফিসে প্রবেশ করেন এবং প্রদীপকে পিটিয়ে হামলাকারীরা অন্যদিকে পাঠিয়ে দেয়। তখন দুর্বৃত্তরা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এ বিষয়ে প্রিয়.কমের নিউজ অব হেড রফিকুল রঞ্জু বলেন, একজন দুর্বৃত্তকে দেখেছি প্রদীপকে মারধর করতে। তখন তাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা প্রিয়.কমের অফিসে ঢুকে হামলা করে।