Logo
Logo
×

জাতীয়

মূল্য নিয়ন্ত্রণে কর্মকর্তাদের ছুটি বাতিল করল খাদ্য অধিদপ্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

মূল্য নিয়ন্ত্রণে কর্মকর্তাদের ছুটি বাতিল করল খাদ্য অধিদপ্তর

সারা দেশে খাদ্য মূল্য নিয়ন্ত্রণ করতে খাদ্য অধিদপ্তরের মাঠপর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীর সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

রোববার খাদ্য অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলামের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে ধান, চাল, আটা ও ময়দার বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন বাজার মনিটরিং ও অবৈধ মজুত বিরোধী অভিধান চলমান রয়েছে।

এমতাবস্থায়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাজার মনিটরিং ও অবৈধ মজুত বিরোধী অভিযান চলমান রাখার স্বার্থে খাদ্য অধিদপ্তরের মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদেরকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

এর আগে গত ১৮ জানুয়ারি ধান ও চালের দাম নিয়ন্ত্রণে সব জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) একসঙ্গে দৃশ্যমান অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

মজুতদার, মিল মালিক, লাইসেন্সধারী ব্যবসায়ী, লাইসেন্সবিহীন ব্যবসায়ী—যারাই নিয়ম ভঙ্গ করবে, অভিযানে তাদের কাউকেই ছাড় না দিতে বলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম