Logo
Logo
×

জাতীয়

‘আ.লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়’ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১১:৫৭ এএম

‘আ.লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়’ 

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ। সবার সহযোগিতা নিয়ে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে চাই।  

রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রোববার এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হস্তশিল্প পণ্যকে বর্ষসেরা পণ্য ঘোষণা করেন।

এদিন সকাল ১০টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। জানা গেছে, উদ্বোধনের পর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। 

এবারের মেলায় প্রতিবেশী ভারত ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়াসহ কয়েকটি দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি গতবারের মতো এবারও মেলায় যাতায়াতের সুবিধায় শাটল বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। কুড়িল বিশ্বরোড থেকে এক্সিবিশন সেন্টার পর্যন্ত বিআরটিসি বাস চলাচল করবে। তবে সাপ্তাহিক বন্ধের দিনে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম