Logo
Logo
×

জাতীয়

জাতীয় হৃদরোগ হাসপাতালে কারাবন্দির মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১০:১২ পিএম

জাতীয় হৃদরোগ হাসপাতালে কারাবন্দির মৃত্যু

জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন রাব্বি (৪৩) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি একটি বিচারাধীন মামলার হাজতি হিসেবে কারান্তরীণ ছিলেন। 

শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

কারাবন্দি জাকির হোসেন রাব্বি (হাজতি নং-৬৩৩৬৬/২৩) অসুস্থ ছিলেন। তাকে নিয়ম অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১৮ জানুয়ারি জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টার দিকে মারা যান তিনি। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। 

লালমনিরহাট আদিমারী উপজেলার দুর্গাপুর গ্রামের পনির হোসেনের ছেলে জাকির। তাকে গত ৩১ ডিসেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম