Logo
Logo
×

জাতীয়

নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি নির্মাণ শ্রমিকদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম

নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি নির্মাণ শ্রমিকদের

কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, বাসস্থান, রেশনিং ব্যবস্থাসহ ১২ দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে ইনসাবের কার্যকরী সভাপতি মিজানুর রহমান বলেন, নির্মাণ শিল্পে প্রায় ৩৫ লাখ শ্রমিক কর্মরত আছেন। বিদেশেও কাজ করছেন কয়েক লাখ নির্মাণ শ্রমিক। এ কাজটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্মস্থলে প্রায়ই তাদের প্রাণহানি ঘটছে। কর্মস্থলে শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। এ সময় নির্মাণ শ্রমিকদের ১২ দাবি শ্রম আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তব্য দেন-সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজিজ, দরকষাকষি সম্পাদক জালাল আহাম্মদ ও ক্রীড়া সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।

ইনসাবের ১২ দাবির অন্যতম হচ্ছে-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা প্রতি মাসে একবার করা, তহবিল থেকে নির্মাণ শ্রমিকদের জন্য কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা, প্রত্যেক জেলা-উপজেলায় শ্রম আদালত স্থাপন করা এবং অধিকার ও পাওনাদির বিষয়ে ৪২ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা, জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিলে ইনসাবের এ প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, নারী নির্মাণ শ্রমিকদের সমমজুরি নিশ্চিত করা ও সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কার্যকর করা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম