Logo
Logo
×

জাতীয়

কুয়াশায় নামতে না পেরে ঢাকার ফ্লাইট গেল মুম্বাই-কলকাতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম

কুয়াশায় নামতে না পেরে ঢাকার ফ্লাইট গেল মুম্বাই-কলকাতা

ঘন কুয়াশার কারণে তিনটি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ঘন কুয়াশায় রানওয়ে দেখতে না পেরে এসব ফ্লাইটের একটি ভারতের মুম্বাইয়ে এবং অন্য দুটি কলকাতা ও চট্টগ্রামে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানা গেছে, ঘন কুয়াশার কারণে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ তিনটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

ঢাকার আকাশে কয়েকবার চক্কর দিয়ে ফ্লাইটগুলো মুম্বাই, কলকাতা ও চট্টগ্রামে গিয়ে অবতরণ করে। পরে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো সকাল সাড়ে ৯টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে শুরু করে। এছাড়া ঘন কুয়াশায় সকালে বেশ কয়েকটি ফ্লাইট সময় মতো উড্ডয়ন করতে পারেনি।

ঘন কুয়াশার কারণে কয়েক দিন ধরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিঘ্নিত হচ্ছে। কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে ফ্লাইটের স্বাভাবিক সময়সূচি বজায় রাখতে হিমশিম খাচ্ছেন বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থার কর্মকর্তারা। 

আরও পড়ুন

>> কুয়াশায় ঢাকার ৭ ফ্লাইট গেল কলকাতায়, একটি মিয়ানমারে

>> ঘন কুয়াশায় ফ্লাইট শিডিউল লণ্ডভণ্ড

>> শাহজালালে কুয়াশার কবলে ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম