Logo
Logo
×

জাতীয়

সুহৃদদের স্মৃতিচারণ: সাংবাদিক মানিক সাহা হত্যার পুনঃবিচার দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১০:১৯ পিএম

সুহৃদদের স্মৃতিচারণ: সাংবাদিক মানিক সাহা হত্যার পুনঃবিচার দাবি

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিশিষ্টজনরা। তারা বলেছেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংবাদিক মানিক সাহা কলম ধরেছিলেন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। পুনঃতদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের বিচার করতে হবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত স্মৃতিচারণ সভায় তারা এ কথা বলেন। 

মানিক সাহার সুহৃদরা এ স্মরণসভার আয়োজন করেন। সন্ত্রাসীরা ২০০৪ সালে খুলনা প্রেস ক্লাবে বোমা হামলা চালিয়ে মানিক সাহাকে হত্যা করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

স্মৃতিচারণ সভায় বক্তব্য দেন উম্মুল ওয়ারা সুইটি, শাকিলা পারভীন, রফিকুল ইসলাম সুজন, নুর আলম শেখ, মানিক লাল ঘোষ, আশীষ কুমার দে, সুভাষ চন্দ্র বাদল, পুলক রাহা, লায়লা পারভীন সেঁজুতি, বিমল মজুমদার, ভানু রঞ্জন চক্রবর্তী, রাহুল রাহা। উপস্থিত ছিলেন মধুসূদন মন্ডল, শেখ মামুনুর রশীদ, তরুণ তপন চক্রবর্তীসহ সিনিয়র সাংবাদিকরা।

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মানিক সাহা নিজেও জানতেন তিনি যেভাবে সত্যের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছেন, সে কারণে তার ওপর আক্রমণ আসতে পারে। তবে তিনি কখনোই মৃত্যুর ভয়ে ভীত ছিলেন না। যারা মানিক সাহার মতো সাংবাদিকদের হত্যা করে, তারা সত্যের শত্রু। এসব হত্যাকাণ্ডের বিচারের নামে যে প্রহসন হয়, এটা মানিক সাহার ক্ষেত্রে প্রযোজ্য। 

তিনি বলেন, সাংবাদিক হত্যায় প্রহসনের বিচার প্রতিরোধ করতে হলে মানিক সাহার আত্মত্যাগকে চিরঞ্জীব রাখা আমাদের দায়িত্ব। প্রতিনিয়ত মানিক সাহার মতো আত্মত্যাগীদের স্মরণ করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম