মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির ঢামেকে মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ময়মনসিংহের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শমসের ফকির (৮০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ওই বন্দিকে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে কারাগারে বন্দি ওই হাজতি অসুস্থ হয়ে পড়েন। পরে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে।
শমসের ফকিরের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তিনি ময়মনসিংহের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর ৯২০০/১৮। বাবার নাম মৃত আরফান আলী।