Logo
Logo
×

জাতীয়

রাজবাড়ীর প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী, কে এই জিল্লুল হাকিম?

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম

রাজবাড়ীর প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী, কে এই জিল্লুল হাকিম?

রাজবাড়ী জেলা থেকে প্রথমবারের মতো কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের ৫মবারের মতো নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। ১৯৭১ সালে যুদ্ধকালীন কমান্ডার ছিলেন তিনি।

তার মন্ত্রিত্ব পাওয়ার খবরে জেলাজুড়ে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে। জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক। ঈগল পাখি প্রতীক নিয়ে তিনি পান ৪৬ হাজার ৪৬৬ ভোট। জিল্লুল হাকিম ১ লাখ ৮৫ হাজার ৪৩৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ১৯৫৪ সালের ২ জানুয়ারি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আনন্দবাজার গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. আবুল হোসেন। তিনি ছিলেন একজন সমাজসেবক এবং শিক্ষানুরাগী। জিল্লুল হাকিমের পৈতৃক বাড়ি পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামে। বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএ) পাশ করেছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জিল্লুল হাকিম যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। তিনি সংসদ সদস্যের পাশাপাশি একজন সফল ব্যবসায়ী। তার স্ত্রী সাঈদা হাকিম এবং দুই ছেলে মিতুল হাকিম ও রাতুল হাকিম। তারাও সফল ব্যবসায়ী।

জিল্লুল হাকিম ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মোট ৬ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের প্রথম নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরেরবার ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী নাসিরুল হক সাবুর কাছে হেরে যান তিনি। পরে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির নাসিরুল হক সাবুকে পরাজিত করে তিনি ফের সংসদ সদস্য নির্বাচিত হন।

এ ছাড়া ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হলেন। 

এদিকে রাজবাড়ী-২ আসনে প্রথমবারের মতো কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে।

গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। তাকে পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দেওয়ায় আমরা খুবই আনন্দিত। তার জন্য আমাদের আন্তরিক শুভকামনা রইল। আশা করি তিনি মন্ত্রী হিসেবে সফল হবেন এবং তার হাত ধরে পুরো রাজবাড়ী জেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এমন সিদ্ধান্তের জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম