Logo
Logo
×

জাতীয়

‘আমেরিকার জুজুর ভয় দেখিয়ে লাভ নেই’ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম

‘আমেরিকার জুজুর ভয় দেখিয়ে লাভ নেই’ 

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা। ফাইল ছবি

দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এরই প্রমাণ হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার। দেশের ইতিহাসে এত স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে কিনা আমার জানা নেই।   

সোমবার বেসরকারি এক টেলিভিশনে দেশের সমসাময়িক ইস্যু নিয়ে খোলামেলা কথা বলেন সুপ্রিমকোর্টের এই আইনজীবী।

ভোটার উপস্থিতি কম হয়েছে ও মার্কিন অর্থনীতি নিষেধাজ্ঞা আসতে পারে? 

জবাবে আইনজীবী খুরশীদ বলেন, আমেরিকার জুজুর ভয় দেখিয়ে এখন লাভ নেই। আমেরিকার জুজুর ভয় এখন আর খায় না। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আমেরিকার কথা বলে ফায়দা হবে না। কারণ আমরা স্বাধীন দেশ।  নিজেদের অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছি।  কে স্যাংশন দিল, আর কে দিল না— এগুলো নিয়ে আমাদের কিছুই যায় আসে না। এগুলো অকার্যকর নিষেধাজ্ঞা।  সুতরাং অকার্যকর নিষেধাজ্ঞার কথা বলে কোনো লাভ নেই।  

এখন সরকার গঠনের প্রক্রিয়াটা কী হবে? 

আরও পড়ুন: ভোট প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

জবাবে এই আইনজীবী বলেন, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করবেন। সেখানে প্রথমে সরকারপ্রধান নির্বাচিত হবেন এবং উনিই প্রধানমন্ত্রী হবেন। 

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের শপথ শেষে সংসদ নেতা নির্বাচিত হবেন এবং তিনিই কেবিনেট গঠন করবেন। এটি সময়সাপেক্ষ ব্যাপার। নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি হওয়ার পর এগুলো কার্যক্রম শুরু হবে।     

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম