দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন জেলার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে দেশের বিভিন্ন প্রান্তের সংশ্লিষ্ট কার্যালয় থেকে ব্যালট বিতরণ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।
এ সময় পুলিশ ও আনসার সদস্যসহ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা ব্যালট বুঝে নেন। ব্যালট পেপার দেওয়ার সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তা যাচাই করে হস্তান্তর করেন।
ভোট শুরুর আগেই ৯৩ শতাংশ ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছানো হবে জানা গেছে। তবে দুর্গম এলাকাগুলোতে গতকাল শনিবারই (৬ জানুয়ারি) পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল ভোটের দিন সকালে ব্যালট পৌঁছানোর কথা বলেছিলেন। তার মতে, ‘অনেকের কাছ থেকে এই দাবি এসেছিল এবং এতে স্বচ্ছতা বাড়বে।’
শনিবার সকাল থেকে ভোটগ্রহণে স্বচ্ছ ব্যালটবক্স, সিলসহ বিভিন্ন উপকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।