Logo
Logo
×

জাতীয়

নিক্সন চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৭:২৯ পিএম

নিক্সন চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সভায় প্রকাশ্যে জনগণের মাঝে টাকা বিতরণ করার কারণে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন চৌধুরী) প্রার্থিতা বাতিলের আবেদন করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্যাহর প্রধান নির্বাচনী এজেন্ট মুহম্মদ সাইফুর রহমান এ আবেদন করেছেন। সোমবার নির্বাচন কমিশনসূত্রে বিষয়টি জানা গেছে। 

প্রধান নির্বাচন কমিশনার বরাবর ওই আবেদনে উল্লেখ করা হয়, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) গত বছরের ২৮ ডিসেম্বর বেলা সাড়ে বারোটায় ভাঙ্গা থানার উত্তর পাশে কে এম কলেজের কাছে অটো স্ট্যান্ডে নির্বাচনী সভায় অংশ নেন। সেখানে তিনি প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন। যার ভিডিও ক্লিপও আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, তিনি প্রকাশ্যে অর্থ বণ্টনের মাধ্যমে ভোটারদের প্ররোচিত করে নির্বাচনী আচরণবিধি ৩ (১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। একইসঙ্গে অভিযোগ যথাযথ তদন্ত করে নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থিতা বাতিলের দাবিও জানানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম