Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন রোগী ৫৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন রোগী ৫৬

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে এক হাজার ৭০২ জন। 

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭২৮ জন ডেঙ্গু রোগী। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪ জন, আর ঢাকার বাইরের ৪২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ২১ হাজার একজন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৯৪১, আর ঢাকার বাইরের ২ লাখ ৯ হাজার ৮৭৯ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৪ এবং ঢাকার বাইরের ১৭০ জন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম