আমাদের হাতে আলাদিনের চেরাগ নেই যে কালই ধরে ফেলব: ডিবির হারুন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম
এত নিরাপত্তার মাঝেও রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে যারা আগুন দিয়েছে তাদের চিহ্নিত করে কেন গ্রেফতার করা যাচ্ছে না- এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশিদ।
রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হাতে আলাদিনের চেরাগ নেই যে কালই তাদের ধরে ফেলব।
হারুন বলেন, আমরা অধিকাংশ ঘটনায় অপরাধী শনাক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করি। বেশিরভাগ ঘটনায় শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসেছি। কিছু কিছু ঘটনায় নাম-নম্বর পেয়েছি। গত রাতে আমরা পিচ্চি মনিরকে গ্রেফতার করেছি।
তিনি বলেন, আমাদের টিম কাজ করছে। আমাদের হাতে আলাদিনের চেরাগ নেই যে কালই ধরে ফেলব। যে কোনো সময় ট্রেনে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার করা হবে।
১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি দেশ অচল করে দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। তারা নতুন কর্মসূচি দিয়েছে।
এ বিষয়ে হারুন অর রশীদ বলেন, আমরা এগুলো কখনো আমলে নিই না। অতীতেও আমলে নিইনি, ভবিষ্যতেও নেব না। কারণ অনেক ঘোষণাই অতীতে শুনেছি।
তিনি বলেন, তবে আমরা মনে করি, যেসব ঘোষণা দেশবিরোধী, জনবিরোধী, সংবিধানবিরোধী তা জনগণ পছন্দ করে না। যে কারণে তাদের কর্মসূচিতে প্রভাব নেই। সড়কে ভিড় লেগে থাকছে। মানুষ রাস্তায় নামছে।