Logo
Logo
×

জাতীয়

ডিবি কার্যালয়ে বিএনপির বহিষ্কৃত নেতা মেজর আখতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম

ডিবি কার্যালয়ে বিএনপির বহিষ্কৃত নেতা মেজর আখতার

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

জানা গেছে, আখতারুজ্জামান ব্যক্তিগত সমস্যার কারণে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে এসেছেন।

এর আগে, এদিন বাতিল হওয়ায় প্রার্থিতা আপিলে ফিরে পান বিএনপির বহিষ্কৃত এই নেতা। আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়। ফলে প্রার্থিতা ফিরে পান কিশোরগঞ্জ-২ আসনের এই স্বতন্ত্র প্রার্থী।

এ সময় আখতারুজ্জামান বলেন, প্রার্থিতা ফিরে পেলাম। আমার প্রাণপ্রিয় দল বিএনপি থেকে বিদ্রোহ করে এসেছি নির্বাচন দেখতে। একটি জিনিস দেখতে যে সরকার সঠিক সুষ্ঠু নির্বাচন দেয় কি না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম