বহির্বিশ্বের নয় নিজেদের চাপে আছি: পররাষ্ট্রমন্ত্রী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ পিএম
![বহির্বিশ্বের নয় নিজেদের চাপে আছি: পররাষ্ট্রমন্ত্রী](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/14/image-751377-1702543958.jpg)
আমরা বহির্বিশ্বের কোনো চাপে নেই। নিজেরা নিজেদের চাপে আছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপে আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আবদুল মোমেন বলেন, আমরা একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। বহির্বিশ্ব চায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আর তাদের সঙ্গে যোগ দিয়েছি আমরা। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আমাদের কোনো চাপ নেই আমরা আমাদের নিজেদের চাপে আছি। নির্বাচন ফেয়ার করা আমাদের চ্যালেঞ্জ।
বিএনপি দাবি করছে আমেরিকা এ ধরনের নির্বাচন চায় না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি দাবি করতেই পারে। তাদের জিজ্ঞেস করেন। আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে আমেরিকা তাতে সন্তুষ্ট না। কারণ আমেরিকা জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো তফাৎ নেই।