Logo
Logo
×

জাতীয়

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট

পরীক্ষা বাতিলের দাবিতে সোমবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ

গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট হয়েছে। এই ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলার পরীক্ষার্থীরা অংশ নেন। রিটে পরীক্ষা বাতিল চেয়ে পুনরায় পরীক্ষার দাবি জানানো হয়েছে।

গতকাল ১২ ডিসেম্বর রিটটি দায়ের করেছেন বরিশাল বিভাগের পরীক্ষার্থী ফাতেমা আক্তার সাথী।

এর আগে প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন দেড় শতাধিক চাকরিপ্রত্যাশী। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, চলমান হরতাল-অবরোধে পরীক্ষা গ্রহণ, বৈরী আবহাওয়ার কারণে দূরপাল্লার গাড়ি না পাওয়া, প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস না পাওয়া, প্রবেশপত্রের কারণে হলে প্রবেশ করতে না পারা ও পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে প্রশ্ন বাইরে চলে যাওয়াসহ নানা ঘটনা ঘটেছে। এতে দেড় লাখেরও বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম