ইউনিক গ্রুপ এমডির মেয়ের মরদেহ আসছে কাল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ পিএম
নাদিহা আলী
ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলীর লাশ আগামীকাল দেশে আসছে। সোমবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার লাশ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দর থেকে নাদিহা আলীর মরদেহ নেওয়া হবে নূর আলীর গুলশানের বাসভবনে। এরপর বাদ জোহর গুলশান সোসাইটি জামে মসজিদে জানাজা হবে। জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হবে নাদিহা আলীকে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন নাদিহা আলী।
তিনি ঢাকার নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নের কামারখোলা এলাকার সন্তান ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।
নাদিহা আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া নাদিহা আলীর অকালমৃত্যুতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি শোক জানিয়েছেন।
নাদিহা আলীর মৃত্যুতে যমুনা গ্রুপের চেয়ারম্যান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও তার পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।