Logo
Logo
×

জাতীয়

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নিহত

নাদিহা আলী। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলী নিহত হয়েছেন। বুধবার দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে এ দুর্ঘটনা ঘটে।

ইউনিক গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে জানাজা শেষে আজ বৃহস্পতিবার তার দাফন সম্পন্ন হবে।

নাদিহা আলীর বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা।  

নাদিহা আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউনিক গ্রুপ। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

ইউনিক গ্রুপের প্রধান কার্যালয় এবং গ্রুপের সব ইউনিটে নাদিহার জন্য বিশেষ দোয়া হবে।

এদিকে ইউনিক গ্রুপ এমডির মেয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি নাদিহা আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম