Logo
Logo
×

জাতীয়

২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার

আন্তর্জাতিক বাজার থেকে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে মোট ব্যয় ২৮৩ কোটি টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫৪ টাকা। 

এটিসহ ১৭টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক।

বুধবার সচিবালয়ে এই বৈঠক হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। কোন প্রতিষ্ঠান থেকে তেল কেনা হবে তা জানা যায়নি। 

স্থানীয় বাজারে ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তেল বিক্রি হচ্ছে। এতে প্রান্তিক মানুষজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তেল কিনে স্বস্তি পাচ্ছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম