ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৩৯ জন মারা গেছেন।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬৯ জন রোগী। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৫৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশে যেসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ঢাকার ১২৪ জন। আর ঢাকার বাইরে ৫৪৫ জন।
এ বছর মোট ভর্তি রোগীর বেশিরভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ৬ হাজার ৫২৯ জন। ঢাকায় ভর্তি হয়েছে ১ লাখ ৮ হাজার ৫২৮ জন।
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত যারা মারা গেছেন; তাদের মধ্যে ঢাকার দুজন। বাকি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ১৬৩৯ জনের মধ্যে ঢাকায় মৃত্যু ৯৪৭ জনের। ঢাকার বাইরের ৬৯২ জন।
গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৬৬৭ জন রোগী। তাদের মধ্যে ৭৫৬ জন ঢাকার এবং ১ হাজার ৯১১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।