Logo
Logo
×

জাতীয়

মেট্রোরেলে ঢিল: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম

মেট্রোরেলে ঢিল: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি

মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় কাফরুল থানায় করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

আদালতে কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রয়েল জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এতে মেট্রোরেলের প্রায় দশ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম