Logo
Logo
×

জাতীয়

এলপি গ্যাসের দাম বাড়বে কিনা, জানা যাবে আজ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১০ পিএম

এলপি গ্যাসের দাম বাড়বে কিনা, জানা যাবে আজ 

গত কয়েক মাস ধরনের ঊর্ধ্বমুখী তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।আবারও অতি প্রয়োজনীয় এই গ্যাসের দাম বাড়বে কিনা সেটি জানা যাবে কিছুক্ষণ পর।

আজ চলতি ডিসেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করা হবে। নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে, নভেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। অক্টোবরে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৩৬৩ টাকা।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৩ টাকা ৩৬ পয়সা।

বাংলাদেশের এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করেন। ফলে সৌদি সিপির দামের ওপর নির্ভর করে বাংলাদেশে এলপিজির দাম বাড়ে বা কমে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম