Logo
Logo
×

জাতীয়

১০ ডিসেম্বর ঢাকায় আ.লীগের সমাবেশ, ইসি বলল অনুমতি লাগবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ পিএম

১০ ডিসেম্বর ঢাকায় আ.লীগের সমাবেশ, ইসি বলল অনুমতি লাগবে

নির্বাচনের প্রাক্কালে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে চায় ক্ষমতাসীন দল। তবে নির্বাচন কমিশন বলছে, এ ধরনের সভা-সমাবেশ করতে হলে আওয়ামী লীগকে কমিশনের অনুমতি নেওয়া লাগবে। 

রোববার ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, আওয়ামী লীগের ডাকা ১০ ডিসেম্বরের সমাবেশের বিষয়ে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

গতকাল শনিবার ঢাকায় সমাবেশের ঘোষণা দেয় ক্ষমতাসীন দলটি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতের হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হয়েছেন। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ দিনে বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করা হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টনে বড় সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। ওই কর্মসূচিকে ঘিরে রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল।এবারও ১০ ডিসেম্বর রাজধানীতে বড় ধরনের সমাবেশের কথা ভাবছে বিএনপি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম