নির্বাচনে আচরণ বিধি দেখভালে মাঠে নামছে নির্বাহি ম্যাজিস্ট্রেট

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম

ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি ভংগ হচ্ছে কী না- তা দেখভালে মাঠে নামছে নির্বাহি ম্যাজিস্ট্রেট। আগামী ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ৩৯ দিনের জন্য তারা মাঠে থাকবেন। আচরণ বিধি লংঘন বা পরিস্থিতির অবনতি হলে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত: নির্বাচনে ম্যাজিস্ট্রেট মোতায়েনের জন্য ওই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে সংসদীয় এলাকায় কত সংখ্যক ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে তার একটি রুপরেখা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নূন্যতম প্রতি তিন ইউনিয়নের জন্য একজন এবং প্রতিটি পৌরসভার জন্য তিন জন ও বড় পৌরসভার জন্য চারজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে বলা হয়েছে। সিটি কর্পোরেশনভুক্ত নির্বাচনী আসনগুলোতে প্রতি চার থেকে পাঁচটি ওয়ার্ড এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ প্রতি তিন ওয়ার্ডের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে বলা হয়েছে।