শিগগিরই ভূমি অপরাধ প্রতিরোধ বিধিমালা: ভূমিমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর বিধিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। এই বিধিমালা শিগগিরই জারি করা সম্ভব হবে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত গণমাধ্যম কেন্দ্রে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত স্মার্ট ভূমিসেবা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আলোচক ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগের যুগ্ম-সচিব ড. মো. জাহিদ হোসেন পনির, বিপিএএ। কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাইফুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিক সদিচ্ছার কারণে বেশকিছু গুরুত্বপূর্ণ আইন দ্রুত পাশ করা সম্ভব হয়েছে। এতে স্মার্ট যুগে প্রবেশ করেছে ভূমি মন্ত্রণালয়।