Logo
Logo
×

জাতীয়

লৌহ কপাট’র রিমেক অনলাইন থেকে সরাতে নোটিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

লৌহ কপাট’র রিমেক অনলাইন থেকে সরাতে নোটিশ

সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে এ আর রহমানের গাওয়া ‘কারার ঐ লৌহ কপাট’ গানটির রিমেক অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিমকোর্টের ১০ আইনজীবী ও একটি প্রতিষ্ঠানের পক্ষে এ নোটিশ পাঠান ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির।

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, সুপ্রিমকোর্টের আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার, ব্যারিস্টার সোলায়মান তুষার, মাহদি জামান, শেখ মঈসুল করিম, আহমেদ ফারজাদ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, শাহেদ সিদ্দিকী, আনাস মিয়া ও অ্যাডভোকেট মো. বাহাউদ্দিন আল ইমরানের পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে। 

নোটিশ পাওয়া মাত্রই সব ধরনের ওটিটি ও ওয়েবসাইট থেকে এআর রহমানের গাওয়া ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি অপসারণ করতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ ‘কারার ঐ  লৌহ কপাট’ গানটিতে সুরের পরিবর্তন করেছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এআর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম