Logo
Logo
×

জাতীয়

ভিকারুননিসার শিক্ষক হাসিনার এমপিও স্থগিতের আদেশ অবৈধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম

ভিকারুননিসার শিক্ষক হাসিনার এমপিও স্থগিতের আদেশ অবৈধ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ) হাসিনা বেগমের এমপিও স্থগিতের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। 

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার এ রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। 

তিনি বলেন, ২০২০ সালের ২৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের উপসচিব (বেসরকারি-১) হাসিনার এমপিও স্থগিত করেন। এমপিও স্থগিত করার নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হাসিনা বেগম। 

তিনি বলেন, রিট পিটিশনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট চারজনকে বিবাদী করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে ১১ ফেব্রুয়ারি হাসিনার এমপিও স্থগিতের আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম